নিজস্ব প্রতিবেদন ঃ মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের মিরাজুল শেখ ভেড়ার প্রজাতি দুম্বা পালন করছেন।নিজের বাড়িতেই দুম্বা পালন করে তিনি স্বনির্ভর হচ্ছেন।
আর কদিন পরেই রাজ্যজুড়ে ইদুজ্জোহা পালিত হবে । আর তার আগেই এখন মিরাজুলের হাতে পালিত দুম্বার দাম প্রায় এক লাখ টাকা ছাড়িয়েছে। পশুপালক মিরাজুল সেখ এতে বেশ খুশি। তিনি বলেন , বহুদিন ধরে দুম্বা পালনের প্রতি আগ্রহ ছিল । আমি ভিন রাজ্যে দিনমজুরি করতাম। কিন্তু এখন এই প্রজাতির পশু পালন করে স্বনির্ভর হওয়ার পথ দেখিয়ে দিয়েছে। আর গ্রামের মিরাজুল সেখকে দেখে অনেকেই এভাবে বাড়িতে গবাদি পশু পালন করে মোটা টাকা রোজগারের স্বপ্ন দেখছেন।
চর্বিযুক্ত মোটা লেজওয়ালা এই প্রাণীটির ইদুজ্জোহা উৎসবের প্রাক্কালে বিক্রির চাহিদা বাড়ে। তবে এটি ছাগল, ভেড়া, খাসীর মাংসের থেকেও অনেক বেশি কার্যকরী। কোরবানির ঈদে দুম্বার চাহিদা সব থেকে বেশি থাকে। যে যত বেশি টাকা খরচ করে দুম্বা কিনতে পারবেন, তার ততো নাকি পরিবারের কাছে সম্মান ও কদর বাড়ে। স্বাভাবিক কারণেই বাণিজ্যিকভাবে এবার কোরবানির ঈদের সময় আকাশছোঁয়া হয়ে ওঠে দুম্বার দাম।
প্রাণী সম্পদ বিকাশ দফতরের এক কর্তা জানিয়েছেন , এই ধরনের গবাদি পশু পালনের ক্ষেত্রে অনেকের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। আর এই প্রাণী পালন করে সময়মতো বাজারে বিক্রি করতে পারলে তার দাম ভালো মেলে। খাসি, ছাগলের থেকেও অত্যন্ত সুস্বাদু দুম্বার মাংস। তাই বাজারে এখন কোরবানি ঈদের সময় অন্যান্য মানুষের থেকে দুম্বার মাংসের কদর বা চাহিদা ব্যাপক হারে বাড়তে শুরু করেছে।