নিজস্ব প্রতিবেদন ঃ বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালন করা হল শিলিগুড়ি ইসকন মন্দিরে। করোনা বিধি মেনেই হয় সব অনুষ্ঠান। শিলিগুড়ি ইসকনের প্রচার বিভাগের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, ১০৮টি তির্থের জল, দুধ, দই,ঘি, মধু, এবং বিভিন্ন রকমের ফলের রস দিয়ে এদিন স্নান করানো হয় জগন্নাথ দেবকে l রীতি অনুযায়ী আজকে গজবেশ ধারণ করবেন জগন্নাথ দেব , এবং তারপর পনের দিনের জন্য অনবসর লীলা করবেন lএই কদিন নিয়মিত আয়ুবেদিক ওষুধ দেওয়া হবে তাকে।সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এই বিশেষ দিনেই জগন্নাথ দেবের জন্ম তিথি বলে ধরে নেওয়া হয়।বিশ্বাস করা হয় যে স্নান যাত্রার পরেই জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন।কথিত আছে আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন। তারপর ভক্তরা আবার তাঁর দর্শন পান।জ্বর চলাকালীন অবস্থায় জগন্নাথ দেব আইসোলেশনে থাকেন।
শিলিগুড়ি মহকুমার শিবমন্দির নিবাসী আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ সৌম্যদীপ কর এদিন এই স্নান যাত্রা, জগন্নাথ দেবের জ্বর এবং আইসোলেশন প্রসঙ্গে সচেতনতার কথা জানিয়েছেন।