জলপাইগুড়িতে ফের মুরগীর দাম বৃদ্ধির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন ঃ ফের আরও চিকেনের দাম বাড়ার আশঙ্কা করছেন বয়লার মুরগী ফার্ম পালনকারীরা। মুরগির উৎপাদন কম হওয়ায় দাম বেড়েই চলেছে রোজ। জলপাইগুড়িতে মহাজনী কারবারের প্রভাব পড়ল মাংসের বাজারে।বয়লারের দাম আপাতত -২৪০থেকে ২৫০ টাকা থাকলেও কিছুদিনের মধ্যেই দাম বাড়তে চলেছে বলে ব্যবসায়ীদের দাবি। তাদের কথায়, চাহিদা আছে। যোগান নেই। তাই এই অবস্থা। আরো দাম বাড়বে। কি হবে জানি না। বাজারের অবস্থাও খুব সন্তোষজনক বলার মত নয়।অন্য দিকে বয়লার মুরগি ফার্মের লোকেদের বক্তব্য মুরগী এই বার উৎপাদন কম হয়েছে।তাই দাম বাড়ছে।