নিজস্ব সংবাদদাতা,মালদাঃমালদায় এসে করোনা আক্রান্ত পুলিশকর্মীদের খোঁজখবর নিলেন পুলিশের উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ।বুধবার সকালে মালদায় পুলিশকর্মীদের কাজ করার ক্ষেত্রে সমস্ত পরিকাঠামো তদারকী করতে আসেন তিনি।এদিন মালদা শহরের পুলিশ লাইন এলাকায় পুলিশ কর্মী অফিসারদের স্যানিটাইজেশন মেশিনের উদ্বোধন করেন আইজি।পাশাপাশি করোনায় আক্রান্ত যে সব পুলিশকর্মী পুরাতন মালদার কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসারত রয়েছেন,তাদের সঙ্গে মোবাইলে লাইভ কথা বলেন আইজি ।
এরই পাশাপাশি অসুস্থ পুলিশকর্মীদের চিকিৎসা পরিষেবা কিরকম চলছে সেটিরও খোঁজখবর নেন উত্তরবঙ্গের আইজি।আইজি বিশাল গর্গ বলেন,করোনা মোকাবিলায় পুলিশ অফিসার,কর্মীরা রাতদিন এক করে কাজ করে চলেছেন।এক্ষেত্রে কেউ কেউ সংক্রমণে আক্রান্ত হয়েছেন।সবাই যেন সুস্থ থাকে সেই কামনা অবশ্যই করবো।পাশাপাশি মালদায় করোনা মোকাবিলায় কাজের ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি রয়েছে সেগুলিও খতিয়ে দেখা হয়েছে। যেসব পুলিশকর্মী অসুস্থ হয়েছেন তাদের সঙ্গে মোবাইলে ভিডিও কনফারেন্সে কথা বলা হয়েছে।প্রত্যেকে সুস্থ আছেন।