শিলিগুড়িতে নদী দূষন, সামাজিক ও পরিবেশ রক্ষার কাজে নজির জ্যোৎস্নাদেবীর

নিজস্ব প্রতিবেদন ঃ আগামী পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস।সেই বিশেষ দিনের আগে শিলিগুড়িতে নদী দূষণ নিয়ে আবারও তাঁর অভিমত জানালেন শহরে বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশপ্রেমী জ্যোৎস্না আগরওয়ালা। তিনি বলেছেন,মহানন্দা নদী থেকে জোড়াপানি, ফুলেশ্বরী সব নদীর অবস্থাই খারাপ।অথচ পরিবেশ ভালো রাখতে হলে নদীগুলোকে ভালো রাখা প্রয়োজন। প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ রাখার জন্যও তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন। শিলিগুড়িতে মহানন্দা নদী রক্ষার জন্য বহুদিন ধরে আন্দোলন করে আসছেন জ্যোৎস্নাদেবী।আগামী ৫ জুন তিনি বৃক্ষরোপনের কর্মসূচি গ্রহণ করতে চলেছেন।
অপরদিকে বিভিন্ন রকম অসুখে আক্রান্ত হলেও পরিবেশ রক্ষার আন্দোলন থেকে সামাজিক নানান কাজে নিজেকে যুক্ত করে রেখেছেন তিনি। বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করেও জ্যোৎস্নাদেবী দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি। তাঁর বক্তব্য, মানুষের পাশে থাকলে মন ভালো থাকে।কোনো গরিব অসহায় মানুষকে পাশে থেকে উৎসাহ দিতে পারলে মন আরও ভালো হয়।সবমিলিয়ে পরিবেশ রক্ষা এবং সামাজিক ও মানবিক কাজে এক অনন্য নজিরই তৈরি করেছেন তিনি।