নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সুকান্ত নগরে বাড়ি সব্জি বিক্রেতা পিন্টু সাহার। শিলিগুড়ি বিধান মার্কেটে বসে সব্জি বিক্রি করলেও নিজের বাড়ির ছাদে নানারকম সব্জি চাষ করে ব্যতিক্রমী নজির তৈরি করেছেন পিন্টু সাহা। নিজে হাতে টবের মধ্যে চাষ করা সেই সব সব্জি অবশ্য বিক্রি করেন না তিনি। বরঞ্চ নিজে হাতে চাষ করা সব্জি কোনও দুঃস্থ মানুষের হাতে বা কোনও মঠমন্দিরে দান করার আনন্দই আলাদা। জৈব পদ্ধতি যেমন গোবর সার, পচা খোলের জল ব্যবহার করে চাষবাস করেন পিন্টু। ছোট থেকেই এই চাষবাস করা তাঁর নেশা।এতে তাঁর মনও ভালো থাকে। ফুলকপিতো কদিন আগে সাড়ে তিন কেজি ওজন পর্যন্ত ফলিয়েছেন তিনি। ফুলকপির সঙ্গে বাঁধা কপি, ওল কপি, বেগুন, লঙ্কা, ক্যাপসিকাম এরকম বহু সব্জি রয়েছে তাঁর চাষের তালিকায়। বিভিন্ন রকম ফুলের চাষও তিনি করেন। সকাল এবং বিকাল পালা করে গাছে জল দেওয়া, সার প্রয়োগ করা সবই তিনি করে চলেছেন নিয়ম মেনে।এখান থেকে লাভেরও কিছু আশা করেন না। আসলে একটা সৃষ্টির আনন্দে নির্ভেজাল আনন্দ তিনি পান এখান থেকে। তবে যারা নেশা করে আড্ডা দিয়ে সময় নষ্ট করে তাদের প্রতি তাঁর পরামর্শ, সময় নষ্ট করে বাড়ির ছাদে টবের মধ্যে অনায়াসে সব্জি চাষের নেশা করা যেতে পারে। একটু চেষ্টা করলে এখান থেকেও কিছু রোজগারের উপায় বের করা যেতে পারে।