নেতাজি জন্মজয়ন্তীতে অসুস্থ এই শিশু কন্যার পাশে দাঁড়ালো সৌমি

নিজস্ব প্রতিবেদন : নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মজয়ন্তীকে সামনে রেখে শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী সাধারণের মধ্যে মঙ্গলবার ফল বিতরণ করলো মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমি। সংস্থার সভাপতি তথা সমাজসেবী এবং বরো চেয়ারম্যান মিলি সিনহার নেতৃত্বে সৌমির সম্পাদক শ্রাবনী চক্রবর্তী সহ অন্যরা এদিন জেলা হাসপাতালে গিয়ে ফল তুলে দেন। এরপর মিলিদেবীরা শিলিগুড়ি আশ্রমপাড়ায় গিয়ে অসুস্থ শিশু কন্যা আরাধ্যা ঢালিকে চিকিৎসার জন্য অর্থ সাহায্য করেন।আরাধ্যা দু আড়াই বছর বয়সে আর দশজনের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারতো। কিন্তু হঠাৎ অজানা এক জ্বর হওয়ার পর আরাধ্যা চলাফেরার শক্তি হারিয়ে ফেলে।এখন ওর চিকিৎসা চলছে। ওদের বাড়ির আর্থিক পরিস্থিতি ভালো নয়।এই অবস্থায় আরাধ্যাকে সাহায্য করার জন্য খবরের ঘন্টায় বেশ কিছু দিন ধরে মানবিক আবেদন সম্পন্ন সংবাদ প্রচার করা হয়।সেই কারনে এর আগেই এগিয়ে আসেন এস জে ডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামী,ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার। মঙ্গলবার বিশিষ্ট সমাজসেবী তথা বরো চেয়ারম্যান মিলি সিনহা মানবিক মুখ নিয়ে আরাধ্যার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আগামীদিনেও আরাধ্যাকে সুস্থ করে তোলার জন্য তাঁরা সাহায্য করবেন বলে মিলিদেবী জানান।সৌমির তরফে শ্রাবনী চক্রবর্তী, আন্তর্জাতিক খেলোয়াড় সোমা দত্ত, সুমিতা কুন্ডু সহ অন্যরা এদিন এগিয়ে এসে অসুস্থ ওই শিশু কন্যা এবং তার পরিবারের মনোবল বৃদ্ধি করেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :