শ্রীঅরবিন্দ স্মরনে ট্যাবলো

নিজস্ব প্রতিবেদন ঃ দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে শ্রী অরবিন্দের।দেশকে পরাধীনতার শৃঙ্খল মোচন এবং দেশের যুব সমাজের মধ্যে এক জাগরন ঘটাতে অকৃত্রিম ভূমিকা পালন করেছিলেন শ্রীঅরবিন্দ।সেই শ্রী অরবিন্দের ১৫০তম জন্মজয়ন্তীকে সামনে রেখে এবার প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে শ্রী অরবিন্দের ওপর বের হতে চলেছে ট্যাবলো।দেখুন সেই ট্যাবলো সাজানোর প্রস্তুতি