শববাহী গাড়ি চালিয়ে মৃতদেহ শ্মশানে পৌঁছে দিচ্ছেন এক মহিলা

নিজস্ব প্রতিবেদন ঃ কবি নারীকে অর্ধেক আকাশের আখ্যা দিয়েছেন, কিন্তু শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন-এর সহযোদ্ধা দূর্বা মৈত্র প্রমাণ করে দিলেন নারী মানে একটা গোটা পৃথিবী…. বিশ্ব ভুবন। মানুষের জীবন চক্রের প্রতিটি ক্ষণে তার অবদান। দশ মাস দশ দিন গর্ভে ধারণা করার পর সন্তানের জন্ম দেন যে নারী, সেইই প্রয়োজনে হাতে তুলে নেয় তরবারি, প্রয়োজনে চালায় শববাহী গাড়ি। চিরাচরিত ধারনা পুরুষেরাই শুধু শববাহী গাড়ি চালিয়ে মৃতদেহ শ্মশানে পৌঁছে দেন, এই ধারণা নস্যাৎ করে দক্ষতার সাথে সেই কাজ করে চলেছেন ইউনিক ফাউন্ডেশন -এর দূর্বা মৈত্র । দূর্বার গতিতে করে চলছেন আর্তের সেবার কাজ….