জাতীয় শিশু কন্যা দিবসে বিভিন্ন অনুষ্ঠান নাগরাকাটায়

নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার ছিল জাতীয় শিশু কন্যা দিবস।এই বিশেষ দিনকে সামনে রেখে ডুয়ার্সের নাগরাকাটায় বি এস কোম্পানি গ্রাস মোড় চা বাগান এলাকায় বিভিন্ন অনুষ্ঠান হয়। শিশু কন্যাদের রক্ষা করা, কন্যা ভ্রুন হত্যা বন্ধ করা, শিশু কন্যাদের মধ্যে শিক্ষার প্রসার এবং শিশু কন্যাদের স্বাস্থ্য ভালো রাখা, তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা প্রভৃতি বিভিন্ন দিক নিয়ে তাঁরা এদিন আলোচনা করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালি সামন্ত। সরকারের নারী ও শিশু কল্যান দপ্তর এই অনুষ্ঠানের জন্য উৎসাহ প্রদান করে। অনুষ্ঠানে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়।তাছাড়া মায়েদের মধ্যে আয়রন ট্যাবলেট বিলি হয়, বিলি করা হয় স্যানিটারি প্যাড।কীভাবে মা ও শিশু ভালো থাকবে, স্বাস্থ্য সচেতন হয়ে কিভাবে এগিয়ে যেতে পারবে শিশু কন্যারা তা নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে।