নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে বৃহস্পতিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিসিপি ট্রাফিকের নতুন কার্যালয়ের উদ্বোধন হল শিলিগুড়ি সিটি সেন্টারে। বৃহস্পতিবার সকালে ফিতে কেটে নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন পুলিশ কমিশনার বলেন শহরে ঢোকার আগে শিলিগুড়ি সিটি সেন্টার থেকে একটা যানজট সৃষ্টি হয়। মূলত সেই যানজট মোকাবিলায় এবং শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই উদ্যোগ।