নিজস্ব প্রতিবেদন ঃ অবশেষে শিলিগুড়ি পুরসভার নির্বাচনের দিন ঘোষিত হল।আগামী ২২শে জানুয়ারি শিলিগুড়ি ছাড়াও হাওড়া, বিধাননগর,আসানসোল এবং চন্দননগরে পুর ভোট হবে। বৃহস্পতিবার পুর ভোটের দিন ঘোষিত হতেই শিলিগুড়িতে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়।শিলিগুড়ির তৃনমুল নেতা তথা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব বলেছেন, তাঁরা নির্বাচনের জন্য তৈরি। বিগত দিনে তাঁরা যেসব উন্নয়ন কাজ করেছেন সেই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাবেন। করোনা পরিস্থিতির জন্যই কার্যত এতদিন ভোট হতে দেরী হচ্ছিল। অপরদিকে শিলিগুড়িতে সিপিএম নেতা জীবেশ সরকার এদিন ভোট ঘোষণা হতেই পুরসভার প্রশাসকমন্ডলী ভেঙে দেওয়ার দাবি করেছেন। পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক করারও তিনি দাবি করেছেন। তাদের দল শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে বলেও জীবেশবাবু জানান