চওড়া হচ্ছে শিলিগুড়ি বর্ধমান রোড,খরচ দশ কোটি

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তর পূর্ব ভারতের গেটওয়ে শহরতো বটেই। দেশের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ শহর বললে ভুল হবে না। প্রতিদিন যানবাহন আর মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে শিলিগুড়িতে। সবচেয়ে বড় সমস্যা হলো যানজট।
এই পরিস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ বর্ধমান রোডের দুই পাশ চওড়া হচ্ছে। আর আট মাসের মধ্যেই সেই চওড়া করার কাজ শেষ করে ফেলা হবে। বর্ধমান রোডে নতুন উড়ালপুলের কাছ থেকে তিনবাত্তি মোড় পর্যন্ত রাস্তার দুইপাশ চওড়া হচ্ছে। শহরে যেভাবে যানবাহন চলাচলের সংখ্যা বাড়ছে তার কথা চিন্তা করে ট্রাফিক সমস্যা দূর করতে রাস্তা বড় করার কাজ শুরু হয়েছে।ইতিমধ্যেই জলপাইমোড়ের কাছে রাস্তা বড় করার কাজ শুরু করেছে পিডব্লিউডি। বুধবার রাস্তার কাজ দেখতে বর্ধমান রোড এলাকায় যান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার।আশপাশের এলাকা পরিদর্শন করেন তাঁরা।ঠিক হয়েছে,প্রায় ১০ কোটি টাকা খরচ করে রাস্তা চওড়া করা হবে। দুদিকে ১২ ফুট করে রাস্তা বড় হবে বলে এদিন জানান মেয়র গৌতম দেব ।তিনি আরও জানিয়েছেন, পেভার ব্লক দিয়ে রাস্তা হবে। অপরদিকে জলপাইমোড়ের কাছে বাজারের বেশকিছু দোকান রাস্তার উপরে রয়েছে। সেই দোকানগুলিকেও সরানো হবে। ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসা হবে বলে জানান মেয়র।এছাড়াও সাত কোটি টাকা খরচ করে এসএফ রোডও চওড়া হবে বলে জানিয়েছেন মেয়র।এর ফলে কিছুটা হলেও যানজট থেকে রেহাই মিলবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-