গ্যাস লিক হওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নকল মহড়া

নিজস্ব প্রতিবেদন ঃ অফ সাইট মকড্রিল আয়োজনের মাধ্যমে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় সচেতনতা বৃদ্ধি করল ওয়েল ইন্ডিয়া লিমিটেড। মঙ্গলবার জেলা বির্পযয় বিভাগের সহযোগিতা নিয়ে ফাঁসিদেওয়ায় এই মকড্রিলের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাসন ভেঙ্কটরাও পাটিল, ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার, গৌতম মজুমদার, প্রনব রায় সহ অন্যান্যরা। এদিন এলাকার স্থানীয় বাসিন্দাদের গ‍্যাস লিক হওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কিভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায় তা নিয়ে পরীক্ষামূলক ব‍্যবস্থার মাধ্যমে দেখানো হয়। আসাম থেকে বারাউনি পর্যন্ত ক্রুড ওয়েলের একমাত্র পথ। তিনটি রাজ‍্যকে যোগাযোগ রক্ষাকারী এই ক্রুড ওয়েলের এলাকায় কোনো বিপর্যয় বা সমস্যা না হয়ে ওঠে তা নিয়েই এই মকড্রিলের আয়োজন করা হয় বলে ওআইএলের সদস্যরা জানান।