ই শ্রম কার্ড তৈরিতে সচেতন থাকুন, কালচিনিতে সচেতনতা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ বর্তমানে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় দোকানে গিয়ে ই-শ্রম কার্ড বানাচ্ছেন জনগণ।তবে এই কার্ড কতটা বৈধ। এবিষয়ে মঙ্গলবার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় সচেতনতা মূলক শিবির করা হয়। যার মাধ্যমে এলাকাবাসীকে বোঝানো হয় যে, উপযুক্ত তথ্য ছাড়া যেকোনো জায়গা থেকে ই-শ্রম কার্ড বানাবেন না, কারন সেই কার্ড বৈধ নয়। এদিনের শিবিরে উপস্থিত কেন্দ্রীয় লেবার কমিশনার রবীন্দ্রনাথ কুন্ডু জানান, ‘বর্তমানে বিভিন্ন দোকানে কম্পিউটার নিয়ে বসে মানুষের থেকে কিছু টাকা নিয়ে ই-শ্রম কার্ড বানানো হচ্ছে।তবে এই কার্ডগুলি বৈধ নয়।রবীন্দ্রনাথ কুন্ডুর কথায়, ‘ই-শ্রম কার্ড বানাতে হলে আপনাকে ডিএম অথবা, মিনিস্ট্রি অফ লেবার ওয়েবসাইটে যাদের নাম উল্লেখ আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।নাহলে আপনার এই কার্ড বৈধ রূপে গণ্য হবে না।’