নিজস্ব প্রতিবেদন ঃ খবরের ঘন্টা শুরু করেছে সংবর্ধনা প্রদান।২৩শে অক্টোবর ২০২৩ তারিখে মহা নবমীতে এই সংবর্ধনা দেওয়া হয় শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালাকে।তিনি উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের প্রধান কর্নধার, তাছাড়া মহানন্দা নদী বাঁচাও কমিটির প্রধান নেত্রী। শিলিগুড়িতে মহানন্দা নদী বাঁচাতে তিনি দিনের পর দিন সংগ্রাম করে চলেছেন।
নদী ও পরিবেশ বাঁচাতে তিনি মানুষকে সচেতন করে চলেছেন।
পৌষ মেলা ট্রাস্টের মাধ্যমে
সুস্থ সংস্কৃতির প্রসারেও তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দিনের পর দিন। উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের মাধ্যমে বহু দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রী,বহু দরিদ্র অসুস্থ মানুষকে তিনি চিকিৎসার জন্য নিয়মিত সহযোগিতা করে চলেছেন।
খবরের ঘন্টারও শুভাকাঙ্ক্ষী জ্যোৎস্নাদেবী । তাঁর এই পরিবেশ প্রেম ও দরিদ্রদের সেবামূলক মনোভাব বা প্রতিভার জন্য
তাঁকে তাঁর বাড়ি গিয়ে সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে। সংবর্ধনা তুলে দিয়েছেন খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ। সংবর্ধনা হিসাবে চকোলেট, খাদা প্রদান এবং স্মারক তুলে দেওয়া হয়। স্মারকে লেখা রয়েছে দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটি উল্লেখযোগ্য উক্তি। খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করতে থাকায় তার সঙ্গে সামঞ্জস্য রেখে নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটি উদ্ধৃতি রয়েছে তাতে। উদ্ধৃতিতে উল্লেখ রয়েছে,
” ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়,আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত।”– নেতাজি সুভাষচন্দ্র বসু।স্মারকের মধ্যে থাকা ভারতবর্ষের একটি মানচিত্রের মধ্যে ওই উদ্ধৃতিটি রয়েছে। সেই মানচিত্রের পাশেই রয়েছে দেশের জাতীয় পতাকা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—