![Screenshot_20220923-091409_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/09/Screenshot_20220923-091409_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরে বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম হলো শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো।এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাই এবারের পুজোতে নতুন থিমও এনেছে দাদাভাই স্পোর্টিং ক্লাব। এবছর তাদের দুর্গাপূজা ৪১তম বর্ষে পাদর্পন করছে। মন্থন থিমের মধ্য দিয়ে জীবনের একটি দিক তুলে ধরার চেষ্ঠা করা হচ্ছে । মণ্ডপের শুরুতেই থাকছে একটি শিব লিঙ্গ। যা তৈরি হয়েছে বিভিন্ন ধরণের টায়ার দিয়ে। তারপরেই থাকছে মূল মণ্ডপ। মূল মণ্ডপ লোহার ধাঁচে তৈরি হচ্ছে । পুরো মণ্ডপে ব্যবহার হয়েছে ৩০০০ মাটির হাঁড়ি, ৫০০০ ডালের কাঁটা, কয়েক হাজার সাইকেল, মোটর সাইকেল, ট্রাক, সহ বড় গাড়ির টায়ার, তিন ধরনের বাঁশ ইত্যাদি। মেদিনীপুর ও শিলিগুড়ি দুই জায়গা থেকেই শিল্পীরা এসে এখানে কাজ করছেন। প্রায় তিন মাস থেকে চলছে কাজ। বাজেট রাখা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। পূজা উদ্যোক্তাদের আশা প্রতি বছরই পূজোর সময় দর্শকদের ঢল নামে পূজামন্ডপে এবারও তা অন্যথা হবে না।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)