পুজোর মুখে শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে আবার শুরু হাতি সাফারি

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার ভাইরাসের সংক্রমণের জেরে গত ৪ মাস ধরে বন্ধ ছিলো শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ১৫ সেপ্টেম্বর থেকে পার্ক খোলা হয়েছে। বাঘ সাফারি থেকে শুরু করে হরিণ, ভাল্লুক, চিতা সাফারিও শুরু হয়। কিন্তু বন্ধ ছিলো হাতি সাফারি।অবশেষে বুধবার থেকে সেই সাফারিও শুরু হয়ে গেলো। এদিন পার্কে থাকা দুই হাতি লক্ষ্মী ও উর্মিলার পিঠে চড়ে শুরু হলো জঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি পার্কের তরফে জানানো হয়েছে আপাতত সারাদিনে ৬ বার সাফারি হবে। তবে সাফারির জন্য পর্যটকদের মাথাপিছু ৩০০টাকা করে ধার্য করা হয়েছে।
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, আধঘন্টা পার্কের জঙ্গলে হাতির পিঠে চড়ে সাফারি করা যাবে। তার জন্য মাথাপিছু ৩০০টাকা করে টিকিট কাটতে হবে। ৬ জন করে একটি সাফারিতে যেতে পারবেন। করোনার প্রথম ঢেউ এর সময় আমরা এই সাফারি বন্ধ করে দিয়েছিলাম। মাঝে পার্ক খুললেও হাতি সাফারি বন্ধই ছিলো। এবার সকলের টিকাকরণ হয়ে যাওয়াতে আমরা আবার এই সাফারি চালু করে দিলাম। কারণ হাতি সাফারির একটা চাহিদা সবসময় রয়েছে। পর্যটকরাও খুব খুশি হাতি সাফারি করতে পেরে।পুজোর মুখে এই সাফারি আবার চালু হওয়ায় খুশি বহু শিশুর অভিভাবকও।