“মাতৃভাষাতেই পড়ুক ছেলেমেয়েরা, মেধার বিকাশ ঘটবে দ্রুত “

নিজস্ব প্রতিবেদন ঃ মাতৃভাষায় শৈশব থেকে ছেলেমেয়েরা যত শিক্ষা গ্রহণ করবে ততই তাঁর মেধা বা প্রতিভার বিকাশ ঘটবে দ্রুত। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে উচ্চ মেধাসম্পন্ন সফল ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা ইংরেজিটা জানেনই না।তাঁরা তাদের মাতৃভাষায় সব পড়াশোনা করে আজ উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তি হিসেবে সফল।এই অভিমত বিশিষ্ট বিশেষজ্ঞ শিক্ষক সামসুল আলমের।তিনি রাজ্যের একজন শিক্ষা রত্ন। তাছাড়া শিলিগুড়ি মহকুমার মুরলীগঞ্জ হাইস্কুলের তিনি প্রধান শিক্ষক।এবার উচ্চ মাধ্যমিকে সারদা শিশু তীর্থ সেবক রোড শিলিগুড়ি থেকে তাঁর কন্যা সিরিল আলম রাজ্যের মেধা তালিকায় নিজের নাম তুলে নিয়েছে। সরকারি স্কুল যে ইংরেজি প্রাইভেট স্কুলকে টেক্কা দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ তৈরি করেছেন সামসুলবাবু।ব্যতিক্রমী শিক্ষক হিসেবে তিনি চিহ্নিত বিভিন্ন মহলে।মুরলীগঞ্জ হাইস্কুলের সব শিক্ষক অশিক্ষক কর্মীর সহযোগিতায় তিনি মুরলীগঞ্জ হাইস্কুলকে গোটা দেশে এক মডেল স্কুলে পরিনত করেছেন।সেই সামসুলবাবু বলেন, ইংরেজিটা শিখুক ছেলেমেয়েরা, কিন্তু সেটা একটু পরে। আগে নিজের মাতৃভাষা রপ্ত করুক,নিজের মাতৃভাষায় সব চর্চা করুক তবেই তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটবে দ্রুত গতিতে। মাতৃভাষার চর্চার সঙ্গে ভারতীয় সংস্কৃতি,বাংলার সংস্কৃতি এবং মনিষীদের আদর্শ শৈশব থেকে ছেলেমেয়েরা শিখলে তাদের জীবনবোধ, মূল্যবোধ তৈরি হবে।বড় হয়ে তারা তখন ডাক্তার ইঞ্জিনীয়ার তৈরি হলেও বাবা মা-কে বৃদ্ধাশ্রমে পাঠাবে না।বা নিজের দেশকে ভুলে যাবে না।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —