নিজস্ব প্রতিবেদন ঃ গত শনিবার ১৯ আগস্ট শিলিগুড়ি সারদা শিশু তীর্থ সেবক রোড দুই মাইল মাধ্যমিক বিদ্যালয়ে গনিত বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। বিদ্যাভারতী শৈক্ষিক ব্যবস্থায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে এই জেলা গনিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।বিদ্যাভারতীর উত্তরবঙ্গ শাখা এই মেলার আয়োজন করে। শিলিগুড়ি জেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়,এবং তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭৭ জন প্রতিযোগী এতে অংশ নেয়। এরমধ্যে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও রয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৩০টি ইভেন্টে। শিলিগুড়ি ও তার আশপাশের হাইস্কুলগুলো থেকে ২৬ জন বিচারক সেই মেলায় উপস্থিত হন। এই গনিত বিজ্ঞান মেলার সঙ্গে মাতৃভারতী আয়োজিত স্টল বিশেষ ভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক দিলীপ প্রামাণিক। বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান এর সংগঠন সম্পাদক গোবিন্দ চন্দ্র মহন্তও সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া সভাপতি ছিলেন গৌতম বিশ্বাস, পদার্থ বিদ্যার শিক্ষক নিখিল মন্ডলও সেখানে উপস্থিত ছিলেন।ছাত্রছাত্রীদের মধ্যে গনিত ও বিজ্ঞানের প্রতিভা বিকাশের জন্য এই আয়োজন।ছোট বয়স থেকেই ছেলেমেয়েরা বিজ্ঞান ও গনিতকে আয়ত্ত করে যেভাবে এগিয়ে চলেছে এবং বিজ্ঞানকে ভিত্তি করে যেসব মডেল তৈরি করেছে তাতে সকলেই খুশি।এদের বিজ্ঞান প্রতিভা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের অনেক মঙ্গল হবে বলেই অতিথিরা উল্লেখ করেন। একেকটি বিজ্ঞান মডেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজন প্রতিভা ফুটে উঠেছে যা তাদের মেধা, বুদ্ধি এবং সৌন্দর্য প্রকাশ করে। ক্যুইজ বিশেষ করে বৈদিক গনিতও সেখানে বেশ জমে ওঠে।বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে গনিতেও যেভাবে ছাত্রছাত্রীদের মগজে শান দেওয়ার পালা চলছে তার তারিফ করতে শোনা যায় অনেককেই। এরপর আগামী ২ ও ৩ সেপ্টেম্বর প্রদেশ স্তরের বিজ্ঞান গনিত মেলা অনুষ্ঠিত হবে রাজগঞ্জের পুটিমারী সারদা স্কুলে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–