বাবা সব্জি বিক্রেতা, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট আয়েশার

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি হায়দরপাড়া বুদ্ধ ভারতি হাই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিকে ৪৫৭ নম্বর পেয়ে অনেকের নজর কাড়ছে আয়েশা বিশ্বাস। বিভিন্ন বিষয়ে ওর প্রাপ্ত নম্বর বাংলা ৯০,ইংরেজি ৯০,ভুগোল৯৩, ইতিহাস ৯২, রাষ্ট্র বিজ্ঞান ৯০,সংস্কৃত ৯২। আয়েশার এখন স্বপ্ন ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করা। ভবিষ্যতে ও শিক্ষকতার পেশায় যুক্ত হতে চায়। কিন্তু ওর এখন চিন্তা অর্থ সমস্যা নিয়ে। কারন ওর বাবা চয়ন বিশ্বাস একজন সামান্য সব্জি বিক্রেতা। মা গৃহবধূ। দিনে আট নয় ঘন্টা করে ও পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিকের আগে। শিলিগুড়ি হায়দরপাড়া গৌরাঙ্গ পল্লীতে ওদের বাড়ি। শুক্রবার শিলিগুড়ির তৃনমুল নেতা তথা সমাজসেবী মদন ভট্টাচার্য আয়েশাকে ফুল মিস্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতে আয়েশাকে পড়াশোনার জন্য আরও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মদনবাবু।তবে আয়েশার উচ্চ শিক্ষার জন্য চাই আরও সহযোগিতা। ওর সঙ্গে যোগাযোগের নম্বর ৭৭১৮১০১৮৪৭। এদিকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের ছাত্ররা।ছাত্রদের বক্তব্য, প্রায় প্রত্যেকেই তাদের প্রত্যাশা অনুযায়ী কুড়ি থেকে পচিশ নম্বর কম পেয়েছে। তাই শুক্রবার ছাত্ররা তাদের বক্তব্য লিখিতভাবে স্কুলের টিচার ইন চার্জের কাছে জমা দিয়েছেন। টিচার ইন চার্জ জানিয়েছেন, ছাত্রদের আবেদন বা বক্তব্য তাঁরা সংসদ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।এদিন ছাত্রদের অনেকেই স্কুল চত্বরে ক্ষোভ জানায়।