নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িয়ঃ রাস্তার একটি কুকুর পড়ে গিয়েছিল পরিত্যক্ত কুয়োয়। কুকুর বেচারা কুয়োর মধ্যে পড়েই ঘেউ ঘেউ করে যাচ্ছিল।কে তাকে বাঁচাবে?কিছু মানুষের এনিয়ে মাথা ব্যথা না থাকলেও কিছু মানুষের আছে। তাদেরই একজন শিলিগুড়ি আশ্রমপাড়ার অয়ন দাস।তিনি কুকুরটিকে ওভাবে কুয়োর মধ্যে ছটফট করতে দেখে নিজেও ছটফট করতে থাকেন। বারবার ভুগতে থাকেন বিবেকের দংশনে।তিনি খবর দেন নির্বাক আরণ্যক নামে সংস্থাকে। নির্বাক আরণ্যক সংস্থার তরফে প্রসেনজিত দাস সহ অন্যরা খবর পেয়ে সোমবার সকালে পৌঁছে যান আশ্রমপাড়ায়। তার মই,দড়ি নিয়ে কুয়োয় নেমে পড়েন।তাদের মনে প্রশ্ন জাগে,একটি পথ কুকুর বলে কি এ পৃথিবীতে বাঁচার অধিকার নেই এ কুকুরের? না,এ হতে পারে না।তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কুয়োর মধ্য থেকে কুকুরটিকে বাঁচাতে প্রাণপন প্রয়াস চালান।তিন ঘন্টা ধরে তাদের নিরন্তর প্রয়াসের জেরে কুকুরটিকে কুয়ো থেকে তোলা সম্ভব হয়। এরপর তারা স্যালাইন দিয়ে কুকুরটির চিকিৎসায় মেতে ওঠেন।আপাতত কুকুরটি ভালো আছে।এ এক অন্যরকম ব্যতিক্রমী মানসিকতা।