নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ ডেঙ্গু সচেতনতা সহ আরও কিছু সামাজিক সচেতনতার ওপর গান রচনা করেছেন খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ। সেসবে গানে সুর দিয়েছেন বীণাপাণি শিল্পী। সম্প্রতি শিলিগুড়িতে স্টুডিও ভাড়া নিয়ে সেসব সঙ্গীতের রেকর্ডিং হয়েছে। কি বোর্ডে বাজিয়েছেন সুপ্রিয় ব্যানার্জী। অডিও এডিটিং করেছেন দেবাশিস। আর ভিডিও এডিটিং করেছেন বিকি সাহা। শিলিগুড়ি মহকুমার আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান কাঞ্চন খুশওয়া,লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভা বিশ্বকর্মা, ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন সিংহ এবং মাটিগাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা বিশ্বাস সেসব গানের তারিফ করেছেন।তারা তাদের গ্রাম এলাকায় সেসব সচেতনতার গান ধারাবাহিকভাবে প্রচার করবেন বলে জানিয়েছেন। আজ ডেঙ্গ সচেতনতার একটি গান এখানে মেলে ধরা হল।চলুন শুনে নিই সেই গান আর ডেঙ্গু সচেতনতার কাজে নামি। এরপর এক এক করে অন্যগানগুলোও মেলে ধরা হবে। নজর রাখুন খবরের ঘন্টার এই পোর্টাল নিউজ ওয়েবসাইটে ।