![IMG_20220524_010938](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/IMG_20220524_010938-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ রক্তের সংকট মেটাতে সপ্তাহ ব্যাপি রক্তদান শিবিরের আয়োজন করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে *”উৎসর্গ”* রক্তদান শিবিরে উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সেই লক্ষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ রক্তদান শিবির *”উৎসর্গ”* এর আয়োজন করে চলেছে।তবে এবার সপ্তাহব্যাপি এই শিবিরের উদ্যোগী হয়েছেন খোদ পুলিশ কমিশনার গৌরব শর্মা।তার উদ্যোগেই সোমবার থেকে শুরু হয়েছে রক্তদান শিবিরের।এদিন এনজেপি থানা,মেডিকেল আউট পোস্ট,ও পানিট্যাংকি ট্রাফিক গার্ডে,এই শিবিরের আয়োজন করা হয়।শিলিগুড়ি তেরাই লায়ন্স ব্লাড ব্যাংক এর সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে বহু পুলিশ কর্মি ছাড়াও সাধারন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।এদিন এন জে পি থানায় রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হন ডিসিপি (পুর্ব) জয় টুডু,এসিপি (পুর্ব) সুভেন্দর কুমার,এসিপি (ডিডি) রাজেন ছেত্রি।শিবিরে উপস্থিত ডিসিপি (পুর্ব) জয় টুডু জানান,রক্তের সংকট মেটাতে বিগত সময়ে একাধিক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।সপ্তাহ ব্যাপি এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।রক্তদানে উৎসাহ দেখিয়ে স্বতস্ফুর্ত ভাবে মানুষ যাতে অংশ গ্রহন করে তারও বার্তা দেন তিনি।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)