![IMG_20220524_011006](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/IMG_20220524_011006-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ১৯৪৬ সালে তাঁর যখন ১৪ বছর বয়স সেই সময় তাঁর সৌভাগ্য হয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবার।আজ নব্বই বছর বয়সে পৌঁছেও কৈশোরের সেই ঐতিহাসিক স্মৃতি ভুলতে পারেন না শিলিগুড়ি সুকান্তনগরের বাসিন্দা তথা গবেষক ও সাহিত্যিক ডঃ গৌরমোহন রায়। বর্তমানে উত্তরবঙ্গের লেখক মহলে বিশেষ গুনী মানুষ হিসাবে পরিচিত নাম ডঃগৌরমোহন রায়। বহু বই গৌরমোহনবাবু লিখেছেন। কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তিনি। অসীম জ্ঞানভান্ডার এবং প্রতিভা সম্পন্ন হলেও গৌরমোহনবাবু আজও সরকারি কোনো পুরস্কার পাননি।এনিয়ে বিভিন্ন মহলে আক্ষেপ শোনা যায়। যদিও সেসবে কোনো ভ্রুক্ষেপ না করে আপনমনে নিজের কাজ করে চলেছেন এই বর্ষীয়ান লেখক। নজরুল জন্মজয়ন্তীর আগে তিনি খবরের ঘন্টার কাছে জানালেন তাঁর সেই ঐতিহাসিক স্মৃতির কথা। নজরুল স্মরনে তিনি আরও জানালেন, নতুন করে নজরুল ইসলামকে নিয়ে আরও গবেষণা হওয়া জরুরি। আজকের সময়ে খুবই প্রাসঙ্গিক কাজী নজরুল ইসলামের সম্প্রীতি ও দেশ প্রেমের ভাবনা। নতুন করে নজরুলের মূল্যায়ন দরকার বলেও উল্লেখ করেন গৌরমোহনবাবু।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)