![InShot_20220323_221245818](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/03/InShot_20220323_221245818-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার থেকে ২৭ শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে হিমাল্যায়ান ড্রাইভ । ২৩ শে মার্চ সকালে এ উপলক্ষে শিলিগুড়ি সিটি সেন্টার থেকে গাড়িগুলি ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা হয় । এরপর ২৭শে মার্চ দার্জিলিঙে এই যাত্রা শেষ হবে। ২৩শে মার্চ শিলিগুড়ি সিটি সেন্টার থেকে আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হলো । ২৪ তারিখ সকালে শিলিগুড়ি সিটি সেন্টার থেকে গাড়ি গুলি ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেবে। এরপর ২৭ মার্চ দার্জিলিঙে এই যাত্রা শেষ হবে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)