নিজস্ব প্রতিবেদন ঃ জল দিবসকে সামনে রেখে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা এরাইজ একটি আলোচনা সভার আয়োজন করে। সেই আলোচনায় জলের অসীম গুরুত্বের প্রসঙ্গ যেমন উঠে আসে তেমনই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জলের গুরুত্বের কথা সকলকে বোঝানো হয়। আমরা এখনই সতর্ক না হলে আগামীদিনে সর্বত্র জলের সঙ্কট বা হাহাকার শুরু হবে। অনুষ্ঠানে জলের গুরুত্ব ছাড়াও মহিলাদের ক্ষমতায়ন, নারী পাচার সম্পর্কেও সকলকে সচেতন করা হয়। এরাইজ সংস্থার তরফে সমাজসেবী প্রেমলতা স্যামুয়েল বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা কৌশলে মেয়েদের ফাঁদে ফেলে পাচার করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সমস্ত মেয়েতো বটেই মেয়েদের অভিভাবকদেরও সচেতন করার সময় এসেছে।স্কুল কলেজের মেয়েদের মধ্যে নারী পাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য এরাইজ আগামীদিনে আরও কিছু কর্মসূচি গ্রহণ করবে। শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকার চা বাগান সহ গ্রামে এবং শিলিগুড়ির শপিং মল এলাকায় নারী পাচার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অতীতে বেশ কিছু কর্মসূচি পালন করেছেন এরাইজের প্রেমলতাদেবী সহ অন্যরা