বিড়ি সিগারেট খৈনি নয়– সবুজের নেশায় পাগল এই ব্যক্তি

সোমনাথ চট্টোপাধ্যায় : বিড়ি, সিগারেট এমনকি খৈনি— কোনোটাই চলে না এই গাছ পাগল মানুষটির। নাম আবু আহমেদ। বিড়ি সিগারেটের নেশা না থাকলেও তাঁর নেশা একটাই, তা হলে গাছের নেশা।শৈশব থেকেই চলছে তাঁর সেই নেশা,এখনো তা চলছে।শিলিগুড়ি হাসমি চকে গাছ নিয়ে বসেও থাকেন তিনি।কে কিনলো,কে কিনলো না তাতে তার যায় আসে না।তবে সবুজ বাঁচাও, বিশুদ্ধ পরিবেশ চাই এটাই তিনি সকলের মধ্যে প্রচার করেন। তবে ক্যাকটাস নিয়েই তিনি মূলত কাজ করেন।বাড়িতে, ছাদে রয়েছে তাঁর নার্সারি।দেখুন পরিবেশপ্রেমী সোমনাথ চট্টোপাধ্যায়ের একটি প্রতিবেদন।