নেশা মুক্ত সমাজ গঠনে নির্মলা মাতাজীর সহজযোগ

নিজস্ব প্রতিবেদনঃ মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারী ছিল নির্মলা মাতাজীর মহাপ্রয়াণ দিবস। শ্রীমাতাজি নামেও তিনি পরিচিত ছিলেন। তাঁর এই মহাপ্রয়ান দিবসে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, ডুয়ার্সের বানারহাটে বিভিন্ন কর্মসূচি পালিত হয় সহজযোগ পরিবারের তরফে। বানারহাট বাজারে শ্রীমাতাজী প্রচলিত সহজযোগের বিভিন্ন উপকারিতা সম্পর্কে প্রচার করা হয় এদিন।

স্থানীয় নির্মলা একাডেমির তরফে সমাজসেবী অনিন্দিতা দাস, জয়শ্রী খাসনবীশ, নারায়ন প্রধান প্রমুখ সহজযোগের উপকারিতা সকলের সামনে মেলে ধরেন। নেশা মুক্ত সমাজ গঠনেও সহজযোগের বিরাট ভূমিকা রয়েছে সেকথাও তাঁরা উল্লেখ করেন। ২০১১ সালের ২৩শে ফেব্রুয়ারী মহাপ্রয়াণ ঘটে শ্রীমাতাজীর। এদিন ডুয়ার্সের বানারহাটে নির্মলা মাতাজীর মহাপ্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করার পর নির্মলা একাডেমির অনিন্দিতা দাস জানান, নেশা মুক্ত সমাজ গঠনে নির্মলা মাতাজীর সহজযোগ বিরাট ভূমিকা পালন করে। সহজযোগ স্মরন শক্তি তীব্র করে তোলে। সহজযোগের নিয়মিত অনুশীলন মনকে শান্ত রাখে। শরীট ও মনের মধ্যে একটা সঠিক ভারসাম্যও তৈরি করে দেয় সহজযোগ। এই সহজযোগ অনুশীলনের জন্য কোনও অর্থের প্রয়োজন হয় না। জাতিধর্ম নির্বিশেষে যে কেও এই সহজযোগের অনুশীলন করতে পারেন। সহজযোগের নিয়মিত অনুশীলনকারী বানারহাটের জয়শ্রী খাসনবীশ জানান, তিনি আগে খুব অসুস্থ ছিলেন। নিয়মিত ওষুধ সেবন করতেন। কিন্তু সহজযোগ অনুশীলনের পর আর সেসব দরকার পড়ে না।