মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে দুঃস্থ শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করলেন নবীনা

নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি পরেশ নগরের বাসিন্দা মায়া সরকার গত ১৯ ফেব্রুয়ারী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মঙ্গলবার ছিল তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রয়াত মায়া সরকারের কন্যা, আমার তারা-র কর্ণধার নবীনা সরকার এবং তাঁর জামাতা সমীর পাল দুঃস্থ শিশুদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করলেন। এদিন দুপুরে শিলিগুড়ি জলপাইমোড় রামঘাট লাগোয়া বিনয় কৃষ্ণ পল্লীতে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে দুপুরের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।সহযোগিতায় ছিল শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টীম। নবীনাদেবীর এমনিতেই একটি সমাজসেবার মানসিকতা এবং সংবেদনশীলতা রয়েছে। এদিন সেই মানসিকতা আরও অন্যরকম হয়ে ওঠে। সমাজসেবী শক্তি পাল সহ ইউনিক ফাউন্ডেশন টীমের সদস্যরা মায়া সরকারের আত্মার শান্তি কামনায় এদিন সকলে প্রার্থনা করেন। শিলিগুড়ি টিকিয়াপাড়ার অনাথ শিশুদের হাতেও এদিন খাদ্য সামগ্রী তুলে দেন নবীনাদেবী।