নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে উত্তরের সাহিত্য ও ভ্রমন অনলাইন পত্রিকা শিলিগুড়ি দাগাপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিগ্যাল স্টাডিজের হল ঘরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বিশিষ্ট সাংবাদিক রাজকুমার দাস, সাংবাদিক সন্দীপ সরকার, ভবানন্দ সিংহ, বাপি ঘোষ ছাড়াও সংবাদ পাঠিকা অমৃতা সরকারকে সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া বেটার টুমোরো ফাউন্ডেশনের চিরঞ্জীব চ্যাটার্জী, সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা, জটেশ্বর করোনা ওয়েলফেয়ার সোসাইটি, রায়গঞ্জ রামচন্দ্র একাডেমি অফ কালচারাল এডুকেশন এন্ড হেল্থ ইমপ্রুভমেন্ট সোসাইটির সমাজসেবী বিপ্লব কুমার মন্ডলকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া কলকাতা নিবাসী কবি শেখ আনিসুর রহমান, বাঁকুড়ার সাহিত্যিক সুবল চন্দ্র দাস, পুরুলিয়ার অরবিন্দ মাঝি সহ আরও বেশ কয়েকজনকে সন্মান জানানো হয় অনুষ্ঠানে। উত্তরের সাহিত্য ও ভ্রমন অনলাইন পত্রিকা থেকে সম্পাদক উত্তম দত্ত, সুব্রত দত্ত, গৌরী চৌধুরী, সমাজসেবী ও লেখক কিরন মজুমদার, সমাজসেবী ও শিক্ষক বিপ্লব কুমার মন্ডল প্রমুখ সেখানে উপস্থিত থেকে সকল গুনীজনকে উৎসাহিত করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কবি সুদীপ চৌধুরী।অনুষ্ঠানে রায়গঞ্জ রামচন্দ্র একাডেমি অফ কালচারাল এডুকেশন এন্ড হেল্থ ইমপ্রুভমেন্ট সোসাইটির তরফে সমাজসেবী বিপ্লব কুমার মন্ডল শংসাপত্র দিয়ে বিশেষভাবে সম্মান জানান খবরের ঘন্টার সম্পাদক এবং সহসম্পাদিকা শিল্পী পালিতকে।