শিলিগুড়িতে বাইক এম্বুলেন্স পরিষেবা চালু করতে উপস্থিত পদ্মশ্রী করিমূল হক

নিজস্ব প্রতিবেদন ঃ পদ্মশ্রী করিমূল হক বাইক এম্বুলেন্স এর জন্য বিখ্যাত। এবার করিমূল হকের বাইক এম্বুলেন্সকে অনুসরন করেই শিলিগুড়ি শহরে শুরু হচ্ছে নতুন বাইক এম্বুলেন্স। রবিবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে এই নতুন বাইক এম্বুলেন্স এর উদ্বোধন করেন পদ্মশ্রী করিমূল হক। কিউ আই বাইক কর্তৃপক্ষ এদিন পদ্মশ্রীকে নতুন বাইক উপহার দিলে সেই বাইক লায়ন্স ক্লাবের তত্বাবধানে পরিচালিত হবে বলে পদ্মশ্রী জানান। শিলিগুড়ি সেভক রোড লাগোয়া জ্যোতিনগরের বিনয় চৌধুরী স্মরনে এদিন সেই অনুষ্ঠান হয়। সেখানে রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। কিউ আই বাইকের সি ই ও পি কে সিং জানিয়েছেন, শিলিগুড়িতে শীঘ্রই তাদের বাইক সেবা শুরু হবে। সমাজসেবী অপূর্ব ঘোষ জানিয়েছেন মানুষের পাশে থাকার ভাবনাতেই তাদের এই কর্মসূচি।