দিকে দিকে নেতাজি স্মরন,শিলিগুড়ি সুভাষ পল্লীতে মূল অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী বেশ নিষ্ঠার সঙ্গে উদযাপিত হয় দেশের বিভিন্ন প্রান্তে। দিল্লি থেকে কলকাতা, শিলিগুড়ি সর্বত্র নেতাজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরন করা হয়।দেশের স্বাধীনতা আন্দোলন বিশেষ করে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মোচন করতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অসামান্য অবদান এবং আত্মত্যাগ এখন আরও বেশি বেশি কৃতজ্ঞ চিত্তে স্মরন করছে দেশ। শিলিগুড়িতে এদিন মূল অনুষ্ঠানটি হয় সুভাষ পল্লীতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির সামনে। সেখানে শিলিগুড়ি মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। শিলিগুড়ির মহকুমা শাসক সেখানে উপস্থিত হয়ে নেতাজির জীবনদর্শন নিয়ে আলোচনা করেন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তৃনমুল নেতা তথা সমাজসেবী রঞ্জন সরকার নেতাজির প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান।