নিজস্ব প্রতিবেদন ঃ সময় যায়,সময় আর ফিরে আসে না।দিন মাসের ঘন্টা টপকে বছর গড়িয়ে সময় ঠাঁই নেয় ইতিহাসের পাতায়। আর সবচেয়ে মূল্যবান সম্পদ সময় নিয়েই এবার সুন্দর গান বাঁধলেন শিলিগুড়ি পশ্চিম আশ্রমপাড়ার বাসিন্দা তথা সঙ্গীত শিল্পী বিপ্লব সরকার। সঙ্গীত শিল্পী হলেও বিপ্লববাবু একজন ঘড়ি মিস্ত্রীও।কারও ঘড়ি খারাপ হলে তিনি তা মেরামত করে দেন। শিলিগুড়ি পানিট্যাঙ্কি মোড়ে ঘড়ি মেরামত ছাড়াও হাতঘড়ি, টেবিল ঘড়ি, দেওয়াল ঘড়ি নিয়ে বসেন এই শিল্পী।টিকটিক করে সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘড়ি মেরামত করেন আর সময় নিয়ে নিজেই গান লিখে তাতে সুর দেন। সময় নিয়ে লেখা তাঁর গানে তাঁকে তবলায় সহযোগিতা করেছেন তারই পুত্র শুভদীপ সরকার। বিদায় ২০২১ এবং ২০২২ শুরু হওয়ার প্রাক মুহূর্তে তাঁর ওই সঙ্গীত।