নিজস্ব প্রতিবেদন ঃ ভাওয়াইয়া হলো উত্তরবঙ্গের সম্পদ।প্রয়াত বিশ্ব খ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দীন আহমেদ ছিলেন ভাওয়াইয়ার প্রানপুরুষ।আব্বাসউদ্দীন প্রয়াত হওয়ার পর তাঁর উত্তরসূরী বংশধরেরাও এই লোকসঙ্গীত বা ভাওয়াইয়াকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।এরমধ্যে প্রয়াত আজিমুদ্দিন মিঞা একটি উল্লেখযোগ্য নাম। আকাশবাণী শিলিগুড়ির নিয়মিত শিল্পী ছিলেন প্রয়াত আজিমুদ্দিন মিঞা।আজিমুদ্দিন মিঞার পুত্র মহম্মদ সাত্তারউদ্দিন আহমেদ এই মুহুর্তে উত্তরবঙ্গে অন্যতম একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। লোকসঙ্গীত বাঁচিয়ে রাখতে শিলিগুড়ি ভারতনগর ডাবগ্রামে শিল্পী সাত্তারউদ্দিন আহমেদ খুলেছেন মেঠো সুর সঙ্গীতালয়। খবরের ঘন্টার দর্শকদের জন্য আজ শিল্পী সাত্তারউদ্দিন আহমেদ পরিবেশন করলেন একটি ভাওয়াইয়া।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—