বাজি পোড়ানোর সময় আগুন থেকে সাবধান

নিজস্ব প্রতিবেদন ঃযখন বাজির কাজ থাকে না তখন কৃষি কাজ করেন আবুল মহম্মদ। এখন তিনি ব্যস্ত বাজি তৈরিতে। দীপাবলির আগে তিনি বাজি কারখানায় সবসময় পড়ে থাকছেন।এবার পরিবেশবান্ধব আতসবাজি আসায় তিনি বেশ খুশি। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া লিউসিপাখরি হাতিরামজোতে রয়েছে উত্তরবঙ্গের একমাত্র বাজি কারখানা। সেই কারখানাতেই বহু দিন ধরে কাজ করেন আবুল মহম্মদ। সেই বাজি কারখানার মালিক জয়ন্ত সিংহরায় সকলের কাছে পরিবেশবান্ধব আতসবাজি ব্যবহারের সঙ্গে আগুন থেকে সাবধান থাকার আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, অভিভাবকরা শিশুদের একা একা বাজি দিয়ে ছেড়ে দেবেন না।বাজির সময় আগুন থেকে সাবধান।