পুজোর মধ্যেও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর কর্মসূচি অব্যাহত থাকবে এই সংস্থার

নিজস্ব প্রতিবেদন ঃ সারা বছর ধরেই তাদের বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ চলে যেমন বস্ত্র বিতরণ এবং অসহায় বয়স্ক মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। পূজার মধ্যেও সেই কর্মসূচি অব্যাহত থাকবে। তাছাড়া এবারে পুজোর উৎসব পর্বে তারা বিভিন্ন উল্লেখযোগ্য মন্ডপের সামনে স্বাস্থ্য শিবির এবং পানীয় জল বিতরণ করবেন বলে স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা তথা সমাজসেবী নবকুমার বসাক তার পুজো ভাবনায় এসব কথাই জানিয়েছেন। নবকুমারবাবু জানিয়েছেন, পূজার মধ্যেও তাদের স্বেচ্ছাসেবীরা সামাজিক কাজ থেকে পিছিয়ে আসবেন না। গণেশ পূজা উপলক্ষে তারা খিচুড়ি বিতরণ করেছেন। পুজোর সময় বস্ত্র বিতরণ করা হবে। যারা পুজোর আনন্দের বাজেট কমিয়ে দুঃস্থ অসহায়দের মুখে হাসি ফোটাতে চান তারা শিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। নবকুমারবাবু বলেন, এবারে দীপাবলি উৎসবের সময় তারা ডুয়ার্সেরঅনগ্রসর এলাকায় গিয়ে বাড়ি বাড়ি প্রদীপ মোমবাতি বিলি করবেন। আজকের ছেলেমেয়েরা যাতে আড্ডা বা নেশায় যুক্ত না হয় তার জন্য খেলাধুলা অর্থাৎ ফুটবলকে হাতিয়ার করতে চান নবকুমারবাবু। এরজন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে বয়স্কদের খেলার মাঠে টেনে আনছেন তারা। বয়স্করা মাঠ মুখী হলে তাদের দেখাদেখি ছেলেমেয়েরাও মাঠমুখি হবেন বলে নবকুমারবাবু জানিয়েছেন। তারা একটি বৃদ্ধাশ্রম তৈরীরও উদ্যোগ নিচ্ছেন। যারা পুজোর বাজেট কমিয়ে দুঃস্থ অসহায় মানুষদের জন্য কোন অনুষ্ঠান করতে চান তারা এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর ৭৯০৮৮৪ ৬৫৮১ । তাছাড়া তাদের ঠিকানা রাজা রামমোহন রায় রোড, সংহতি মোড়, দেবগীতা এপার্টমেন্ট,শিলিগুড়ি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—