![Screenshot_20220922-091706_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/09/Screenshot_20220922-091706_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার ২১ সেপ্টেম্বর প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষের জন্মদিন ছিলো। এদিন তিনি আশি বছরে পা দিলেন। সারা জীবন তিনি টেবিল টেনিসের পিছনে নিজের জীবন উৎসর্গ করেন।তাঁর মতো এরকম ব্যক্তিত্ব আজকের দিনে বিরল।এদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু খেলোয়াড়রা তাঁকে প্রনাম জানিয়ে কেক কাটেন ভারতীদেবী বিশেষ চাহিদাসম্পন্নদের মধ্যে চকোলেট বিলি করেন।বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব দেবকুমার দে এদিন জন্মদিনে ভারতীদেবীকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)