পুজোর ভ্রমনের জন্য পাহাড় ও ডুয়ার্সে বুকিং শুরু পুরোদমে

নিজস্ব প্রতিবেদন ঃ পুজো আসছে। আর পুজোর ছুটি মানে ভ্রমণে বেরিয়ে যাওয়া। বিগত বছরেও করোনার জেরে পুজোর পর্যটন উত্তরবঙ্গে ভালোই মার খেয়েছে। এবার কিন্তু চিত্রটা অন্যরকম। শিলিগুড়ি হিলকার্ট রোডের জয়ন্তী ট্রাভেলস এর কর্নধার বাপন মন্ডল জানাচ্ছেন, পুজোর ভ্রমনের জন্য এবার ভালোই বুকিং শুরু হয়েছে। কলকাতা থেকে বহু পর্যটক দার্জিলিং, সিকিম এবং ডুয়ার্স ভ্রমণের বুকিং করেছেন। মানুষ বেশি করে একটু নিরিবিলিতে কটা দিন কাটানোর জন্য অফবিট স্পট খুঁজছেন। অনেকেই লামাহাটা, তিনচুলে, সিটিং সহ অন্য স্থানগুলোর জন্য বুকিং করছেন। তবে করোনি বিধি মেনেই সকলকে বেড়াতে আসার পরিকল্পনা নিতে হচ্ছে। সবাই করোনার টিকা নিয়েছেন কিনা সেটার জন্যও তাদেরকে সতর্কবার্তা দিতে হচ্ছে। সবমিলিয়ে পুজোর আগে উত্তরবঙ্গে ভ্রমণের একটি পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই ঘরবন্দী থাকার দমবন্ধ অবস্থা কাটিয়ে প্রকৃতির মাঝে ফিরতে চাইছেন—