লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সুযোগ ডুয়ার্সের চা বাগানের আদিবাসী মেয়ের

নিজস্ব প্রতিবেদন ঃ লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সুযোগ পেয়েছে ডুয়ার্সের প্রত‍্যন্ত চা-বাগানের আদিবাসী মেয়ে গীতিকা এক্কা। তার এই অসাধারণ কৃতিত্বের জন‍্য বুধবার গীতিকাকে সংবর্ধনা জানালো জলপাইগুড়ি জেলা পরিষদ কর্তৃপক্ষ।
ডুয়ার্সের নাগরাকাটা‌র ভগৎপুর চা-বাগানের বাসিন্দা গীতিকা এক্কা। তাঁর বাবা গনেশ এক্কা ও মা কমলা এক্কা। উচ্চ মাধ্যমিক পাশ করার পর দিল্লিতে পড়াশোনা করে সেখান থেকে বিএসসি পাশ করেছেন গীতিকা। এবার হিউম্যান রিসোর্স অ্যাণ্ড এমপ্লয়মেন্ট রিলেশন বিষয় নিয়ে লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন চা-বাগানের এই মেধাবী কন‍্যা। আগামী ২৬ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে র‌ওনা হচ্ছেন তিনি। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর ক্লাস। গীতিকার এই অসাধারণ কৃতিত্বের জন‍্য এদিন জেলা পরিষদ ভবনে তাঁকে সংবর্ধিত করেন সভাধিপতি উত্তরা বর্মন। উপস্থিত ছিলেন সহ সভাধিপতি দুলাল দেবনাথ সহ অন‍্যান‍্য‌রা। গীতিকার সাফল্য কামনা করেন সকলে।