শিলিগুড়ি সূর্যনগরে বলাকা ক্লাবের ফুটবল

নিজস্ব প্রতিবেদন ঃ ইন্দিরা গান্ধী স্মৃতি রক্ষা কমিটির ফুটবল এবার ২৪ বৎসরের পর্দাপণ করলো।শিলিগুড়ি সূর্যনগর বলাকা ক্লাব পরিচালিত এই খেলা বড় মাপের প্রতিযোগিতা।এখানে বড় খেলোয়াড়দের সমাগম হয়।একটু ভিন্ন মাপের এই ফুটবলে প্রতি টিমে ৭ জন করে খেলোয়াড় ১০ মিনিট ১০ মিনিট করে খেলায় অংশ নেন।প্রথম খেলায় মুখোমুখি হয় জংশন ইউনাইটেড বনাম মিলোনবালা সাহা স্মৃতি। খেলার শুরুতে জাতীয় সংগীত হয় নৃত‍্য ও সংগীতের মাধ্যমে। উদ্বোধনী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, ২৩ নম্বর ওর্য়াডের কাউন্সিলর লক্ষ্ণী পাল ২১ নম্বর ওর্য়াডের কাউন্সিলর কুন্তল রায়, জেলা বিদ‍্যালয় ক্রিড়া পর্ষদের সভাপতি মদন ভট্টাচার্য সহ অন‍্যান‍্য অতিথিরা।