যাদের হাত পা নেই তাদের কৃত্রিম হাত পা দিয়ে হাসি ফোটানো হচ্ছে শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ এদের কারও হাত, কারও পা নেই। দুর্ঘটনার জেরে তাদের হাত-পা কেটে বাদ দিতে হয়েছে। ফলে প্রতিবন্ধকতার মধ্যে তাঁরা সকলে জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। হাত-পা না থাকলেও তাঁরা প্রত্যন্ত এলাকায় বসবাস করে পরিবার প্রতিপালন করছিলেন। যদিও হাত পা না থাকার দুঃখ তাদেরকে প্রায়ই দগ্ধ করতো। কিন্তু শিলিগুড়ি সেভক রোডে চলতে থাকা মারওয়াড়ি যুবা মঞ্চের শিবিরে এসে তাদের মুখে হাসি ফুটলো।জীবন যুদ্ধে লড়াই করবার শক্তি তাঁরা নতুনভাবে পেলেন।শিলিগুড়ি সেভোক রোডে উত্তরবঙ্গ মারওয়াড়ি ভবনের পাশে ২০ আগস্ট থেকে শুরু হয়েছে কৃত্রিম হাত-পা বিতরনের শিবির। ২৩শে আগস্ট পর্যন্ত সেই শিবির চলবে। মারওয়াড়ি যুবা মঞ্চের শিলিগুড়ি শাখা এই শিবির আয়োজন করেছে। সেখানে দুশোজনেরও বেশি মানুষকে কৃত্রিম হাত পা বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। এরজন্য রাজস্থান থেকে কৃত্রিম হাত পা তৈরির সামগ্রী নিয়ে বিশেষ দল এসেছে শিলিগুড়িতে।তাঁরা ওই শিবিরে বসেই কৃত্রিম হাত পা তৈরি করে সেসব লাগিয়ে দিচ্ছেন দুঃখী মানুষদের মধ্যে। এবিষয়ে রবিবার মারওয়াড়ি যুবা মঞ্চের শিলিগুড়ি শাখার সভাপতি মহেশ বাজাজ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের চেয়ারম্যান আদর্শ কন্দোই তাদের সেই মহৎ প্রয়াস সম্পর্কে জানিয়েছেন বিস্তারিত।
ডুয়ার্সের প্রত্যন্ত চা বাগানে বসবাস করেন বহু গরিব মানুষ। তাদের কারও হাত বা পা দুর্ঘটনার জেরে নষ্ট হয়েছে। সেই সব মানুষদের খুঁজে খুঁজে বের করেছেন দিদি নম্বর ওয়ান খ্যাত শুক্লা দেবনাথ। ডুয়ার্স থেকে সেই সব বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শিলিগুড়ির ওই শিবিরে নিয়ে আসেন শুক্লা। আর এই কাজে শুক্লাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্ত। শুক্লা দেবনাথ একাই ডুয়ার্স থেকে সেই সব বিশেষ চাহিদাসম্পন্নদের শিলিগুড়ি নিয়ে আসেন।এই কাজের জন্য মারওয়াড়ি যুবা মঞ্চ শুক্লাকে সংবর্ধনা দিয়েছে। শুক্লা দেবনাথ জানিয়েছেন, এইধরনের সামাজিক কাজ করার সুযোগ পেয়ে তিনি বেশ খুশি