গোষ্ঠ পালের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম লাগোয়া গোষ্ঠ পালের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পুরসভার তরফে।কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ১২৬ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে ওই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হয়।গোষ্ঠ পালের মূর্তির চারপাশে সৌন্দর্যায়ন করেছিল পুরসভা। তারও উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। ওই মূর্তির চারপাশের ফোয়ারা সংস্কার করার পাশাপাশি হয়েছে সেলফি জোন তৈরি করা হয়েছে।তার সাথে একটি শৌচালয় তৈরি করা হয়েছে। ওই এলাকায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। মূর্তির সামনে কোনোভাবে হকার বসতে দেওয়া হবে না বলে জানান মেয়র।