নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ কদিন আগেই শিলিগুড়িতে পাঁচ টাকায় দুপুরবেলা ডাল-ভাত-সব্জি খাওয়ানো শুরু করে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার।সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সেই দুপুরের খাওয়ানো প্রক্রিয়া শুরু হওয়ায় ভালো সাড়া মিলেছে। বহু অভুক্ত মানুষ পাঁচ টাকায় দুপুরের খাবার পেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন। এবারে রবিবার থেকে পাঁচ টাকা নয়, স্রেফ বিনে পয়সায় দুপুরবেলা খিচুড়ি ও সব্জি খাওয়ানো শুরু হল।শিলিগুড়ি সেভক রোডের ব্যবসায়ী তথা সমাজসেবী কুলছত্র আগরওয়ালা এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।তাকে তার দুই সন্তান মহেশ ও অনিল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।একইসঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই।
শিলিগুড়ি সেভক রোড চেক পোস্টের সামান্য দূরে আছে অত্যাধুনিক শপিং মল।প্রতিদিন সেখানে বহু মানুষ কেনাকাটা করতে যাচ্ছেন।কিন্তু মলের পাশে অনেকে অভুক্ত থাকে। তাই এবারে বিনে পয়সায় খিচুড়ি খাওয়ানোর কর্মসূচি নিলেন কুলছত্রবাবু। শপিং মলের পাশেই কুলছত্রবাবুর বিরাট পেট্রল পাম্প রয়েছে।সেই পাম্প চত্বরে এদিন দুপুরে কুলছত্রবাবুরা খিচুড়ি ও সব্জি খাওয়ানো শুরু করেন।বহু রিকশা চালক,জন মজুর,গাড়ি চালক,ফুটপাথে পড়ে থাকা মানুষ পেট ভরে খিচুড়ি ও সব্জি গ্রহন করেন।দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর অাড়াইটা পর্যন্ত চলে সেই কর্মসূচি। কুলছত্রবাবু জানিয়েছেন, প্রতিমাসে একবার করে তিনি এভাবে বিনে পয়সায় খিচুড়ি ও সব্জি খাওয়াবেন মানুষজনকে।যে কেউ এসে সেই খিচুড়ি গ্রহন করতে পারে। তবে ২০০ থেকে ২২৫ জনকেই অাপাতত তিনি ব্যক্তি উদ্যোগে এই খাওয়ানোর কর্মসূচি নেবেন। প্রসঙ্গত বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন কুলছত্রবাবু। তিনি শিলিগুড়ি মারওয়াড়ি পঞ্চায়েত চ্যারিটেবল ট্রাস্টের সভাপতিও।