নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ প্লাস্টিক ক্যারিব্যাগ পরিবেশের সমস্যা তৈরি করে।প্লাস্টিক ক্যারিব্যাগ দূষনের জন্য দায়ী। ক্যারিব্যাগের ব্যবহার বাড়তে থাকায় বৃষ্টির জল মাটির গভীরে যেতে বাধা সৃষ্টি করছে। ফলে পৃথিবীর পরিবেশে বিভিন্নভাবে সঙ্কট তৈরি হচ্ছে ।সর্বত্র প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ হলেও এখনও সচেতনতার অভাব এবং সব জেনেও কিছু মানুষ কান্ডজ্ঞানহীনের মতো প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করছেন। রবিবার শিলিগুড়ি শক্তিগড় গৌড়িয় মঠের কাছে উল্টো রথের মেলায় যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছিল প্লাস্টিক ক্যারিব্যাগ।আর তা জানতে পেরে শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ও ক্লাবের সদস্যরা ক্যারিব্যাগ বিরোধী অভিযান চালালেন।ক্লাবের সহ সম্পাদক রাজু সাহা জানিয়েছেন,তারা গত রথের মেলায় এবং রবিবার সকালেও মেলা চত্বরে প্রচার করে দেন, প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা চলবে না।কিন্তু রবিবার বিকালেও তারা খবর পান প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার হচ্ছে।এরপর তারা সবাই মিলে অভিযান চালিয়ে ৬ কেজি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করেন ।শেষে সেইসব প্লাস্টিক জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।এদিন তারা মেলা চত্বরে প্লাস্টিক দূষন বিরোধী প্রচার ছাড়া সেফ ড্রাইভ,সেভ লাইফ এবং বৃক্ষরোপনের ওপর প্রচার করেন বলে সমাজসেবী কৌস্তুভ দত্ত জানিয়েছেন।