নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ চারদিকে রক্ত দান শিবির কমে গিয়েছে। বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্ত শূন্যতায় ভুগছে।এই অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের তরফে চারদিকে রক্ত দান শিবির আয়োজনের আবেদন করা হয়েছে।এরমধ্যেই রবিবার স্বামী বিবেকানন্দ স্মরনে শিলিগুড়ি দুই মাইল জ্যোতিনগর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি তাদের আশ্রম চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করে। সেখানে বহু যুবকযুবতী স্বামীজিকে স্মরন করে মানুষের সেবায় রক্তদানে এগিয়ে আসেন।রক্ত দানের পাশাপাশি সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। চোখ পরীক্ষার পাশাপাশি ইসিজি এবং সুগার পরীক্ষাও হয়। অনেকের হাতে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। সোসাইটির আশ্রমের তরফে শ্যামল সরকার জানিয়েছেন,তারা স্বামীজি স্মরনে এই ধরনের সেবামূলক অনুষ্ঠান ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। অন্যদিকে শিলিগুড়ি দাগাপুর লোকনাথ মিশনে শনিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন মিশনের সভাপতি বিনিময় মৌলিক,সম্পাদক সুব্রত সাহা প্রমুখ। লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা প্রয়াত ছানা সাহার সপ্তম মৃত্যুবার্ষিকী স্মরনে শনিবার দার্জিলিং মোড়ের কাছে মিশন এলাকায় ছানি পরীক্ষা শিবির ও ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা এবং উদ্যোগ নেওয়া হয়।একটি এম্বুলেন্সও প্রদান করা হয় চোখ হাসপাতালকে।তার বাইরে বস্ত্র বিতরন করা হয় দুঃস্থদের মধ্যে। ভীমভার দৃষ্টিহীন বিদ্যালয়কেও কিছু সহযোগিতা করা হয়।মূলত লোকনাথ বাবা স্মরনে মানুষের সেবায় বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি প্রায়ই গ্রহন করে শিলিগুড়ি দাগাপুর লোকনাথ মিশন।