নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ছিলো প্রয়াত সচিত্র পাল ওরফে কালুর মৃত্যু বার্ষিকী।এই বিশেষ দিনকে সামনে রেখে এদিন শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব থেকে সেভক রোড, শালুগাড়া, ক্রান্তি,মালবাজার সহ বিভিন্ন এলাকায় নর নারায়ন সেবার আয়োজন করা হয়। সচিত্র গ্রুপ অফ কোম্পনিজ প্রয়াত সচিত্র পালের ভাই তথা শিল্পোদ্যোগী
মৃনাল পাল ওরফে মনা জানিয়েছেন, প্রয়াত সচিত্র পাল খিচুড়ি খেতে ভালোবাসতেন।তাছাড়া তিনি গরিব দুঃখীদের ভালোবাসতেন। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কুড়িটিরও বেশি স্থানে নর নারায়ন সেবার আয়োজন করা হয়। এদিন হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব এবং সচিত্র গ্রুপ অফ কোম্পানিজে প্রয়াত সচিত্র পালের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৃনাল পাল সহ অন্যরা।জানা গিয়েছে, এদিন নরনারায়ণ সেবা কর্মসূচিতে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের মধ্যে খিচুড়ি লাবড়ার প্যাকেট বিতরণ করা হয়। ভোর রাত থেকে এরজন্য রান্নার বিরাট কর্মযজ্ঞ শুরু হয়।সকাল হতে হতেই গাড়ি করে করে বিভিন্ন স্থানে খিচুড়ি ও লাবড়ার প্যাকেট পাঠানো হতে থাকে।