নিজস্ব প্রতিবেদন ঃ চলছে রমজান মাস। আর এই মাসেই রোজা রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। রোজা রেখেই কাজকর্ম সকলেই করেন, ব্যতিক্রমী হয় না পুলিশেরাও। সেই পুলিশ কর্মীদের কথা মাথায় রেখে এগিয়ে এলেন কলকাতা পুলিশের বিশেষ শাখার পুলিশ কর্মী তথা সমাজসেবী বাপন দাস।শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর জাতীয় সড়কের ওপর ট্রাফিক পুলিশদের সাথে রাস্তায় বসেই ইফতার করলেন বাপন বাবু। তিনি বলেন, “মানুষ মানুষের জন্য, এই কথা মাথায় রেখেই আজকের এই উদ্যোগ। আমি নিজে একজন পুলিশকর্মী হয়ে পুলিশের অসুবিধা গুলি বুঝি।”দেখুন সৌম্যদ্বীপ রায়ের একটি প্রতিবেদন।