ঝড়জলে বিপর্যস্ত শিলিগুড়িসহ পার্শ্ববর্তী এলাকা, বহু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

নিজস্ব প্রতিবেদন ঃ ঝড়জলে বিপর্যস্ত শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। বহু স্থানে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি শহর লাগোয়া শিবমন্দির এলাকায় বহু গাছ ভেঙে পড়ে রাস্তায়। তাতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়।শিবমন্দিরের বাসিন্দা ভাষা সংস্কৃতি সমিতির কর্মকর্তা সজল কুমার গুহ জানিয়েছেন, ঝড়ে বহু মানুষ সমস্যায়। পরিবেশ প্রকৃতি নিয়ে আমাদের সকলকে সচেতন হওয়ার সময় এসেছে। প্রকৃতির ভাষা আমাদের বুঝতে হবে। আমরা এখনই পরিবেশ সচেতন না হলে দেরি হয়ে যাবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদ ডঃ সুবীর সরকার বলেন, এই ঝড় আসলে এক ধরনের কালবৈশাখী।