ভালো কাজের জন্য শিলিগুড়িতে জন্ম হল সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটির

নিজস্ব প্রতিবেদনঃ সমাজে ভালো কাজের জন্য বহু স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। শিলিগুড়িতে সেই সব স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে নতুন করে জন্ম নিল আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। নাম সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার একুশে ফেব্রুয়ারির দিন সেই সংস্থার যাত্রা শুরু হয়েছে।

এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান পরিচালিকা মহিলা টোটো চালক মুনমুন সরকার। প্রসঙ্গত শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় এখন একটি পরিচিত নাম মুনমুন সরকার। করোনা পরিস্থিতিতে তিনি দিশান এবং চ্যাং কোভিড হাসপাতালে বিনা ভাড়াতে করোনা আক্রান্তদের পৌঁছে দিয়েছেন। আবার করোনা আক্রান্তরা সুস্থ হলে বিনা ভাড়াতে তিনি বাড়ি পৌঁছে দিয়েছেন। এ এক বিরল দৃষ্টান্ত। সেই মানবিক ও সামাজিক কাজ চালিয়ে যাওয়ার জন্য শুরু হয়েছে সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটি। আগামীতে সামাজিক কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন মুনমুনদেবী।